অনুগ্রহ করে “আমার পায়রা” ওয়েবসাইট ব্যবহার করার পূর্বে এ ওয়েরব সাইটের যাবতীয় শর্তাবলী এবং আইন-কানুন সম্পর্কে অবগত হউন।
বিজ্ঞাপনের বিষয়বস্তু, বর্ণনা, ছবি, ভিডিও, তথ্যাদি ইত্যাদি বিজ্ঞাপনের সাথে প্রসঙ্গিক হতে হবে। বিষয়বস্তু, লেখা, ছবি, ভিডিও, তথ্যাদি ইত্যাদি বিষয় আপলোড করার ক্ষেত্রে “আমার পায়রার” সকল আইন-কানুন মেনে চলার সম্পুর্ণ দ্বায়িত্ব বিজ্ঞাপনদাতা এবং ব্যবহারকারীর উপর বর্তায়। এসকল যাবতীয় বিষয়বস্তু, তথ্য, বর্ননা ইত্যাদি অপ্রাসঙ্গিক অথবা বেআইনি অথবা অসত্য হলে এর দায়ভার “আমার পায়রা” কর্তৃপক্ষ গ্রহন করবে না। তবে উল্লেখ থাকে যে “আমার পায়রা” কর্তৃপক্ষের কাছে যদি প্রতীয়মান হয় যে বিজ্ঞাপনের বিষয়বস্তু, তথ্য, বর্ননা ইত্যাদি অপ্রাসঙ্গিক অথবা বেআইনি অথবা অসত্য তাহলে কোন কারন দর্শানো ব্যতিরেকে “আমার পায়রা” কর্তৃপক্ষ বিজ্ঞাপনটি বাতিল অথবা স্থগিত করার ক্ষমতা রাখেন। বিজ্ঞাপনদাতা এবং ব্যবহারকারীরা “আমার পায়রার” সার্ভিস গ্রহনের কারনে উদ্ভুত সকল ধরনের বাধ্য বাধকতা, দায়-দায়িত্ব মেনে চলতে বাধ্য থাকিবেন। এবং সে সাথে উল্লেখ থাকে, যে কোন ধরনের বাধ্য-বাধকতা, দায়-দায়িত্ব ও দাবি থেকে “আমার পায়রা” কতৃৃপক্ষ সম্পূর্ণ দায়মুক্ত থাকবে। “আমার পায়রা” ওয়েবসাইটে প্রকাশিত সকল বিজ্ঞাপন অথবা বিজ্ঞাপনের তথ্য অথবা বিষয়বস্তু শুধুমাত্র বিজ্ঞাপনদাতা কর্তৃক দেয়া হয়ে থাকে। তাই যে কোন ধরনের বিজ্ঞাপন অথবা তথ্য অথবা ক্রয়-বিক্রয় অথবা আর্থিক অথবা যে কোন ধরনের লেন-দেনের দায়-দ্বায়িত্ব শুধুমাত্র বিজ্ঞাপনদাতা ও ব্যবহারকারী অথবা ক্রেতার উপর বর্তায়। এক্ষেত্রে “আমার পায়রা” কতৃৃপক্ষ সম্পূর্ণ দায়মুক্ত থাকবে। “আমার পায়রা” ওয়েবসাইটে তৃতীয় পক্ষের কোন ওয়েবসাইট বা ইমেইল এড্রেস থাকতে পারে। তৃতীয় পক্ষের এসব ওয়েবসাইট বা ইমেইল এড্রেসের মাধ্যমে কেউ কোন প্রতারনা বা যে কোন ধরনের সমস্যার সম্মুখীন হলে এর দায়ভার “আমার পায়রা” কর্তৃপক্ষ বহন করবে না।
“আমারপায়রা” রেজিস্ট্রিকৃত এবং স্বয়ংস্মূপর্ণ একটি ওয়েবসাইট। আমার পায়রা গ্রাহকদের শুধুমাত্র এই ওয়েবসাইটে বিজ্ঞাপন প্রদানের মাধ্যমে পণ্যের প্রচার এবং বিক্রির অধিকার প্রদান করে এছাড়া যাবতীয় সকল অধিকার “আমার পায়রা” কর্তপক্ষ সংরক্ষন করেন। বিশেষভাবে উল্লেখযোগ্য যে, কর্তপক্ষের অনুমোদন ব্যতীত এই ওয়েব সাইটের কোন বিষয়, তথ্য-উপাত্ত নকল করা এবং আদান - প্রদান করা সম্পূর্ণ নিষেধ এবং আইনত দন্ডনীয়।
বিজ্ঞাপনে কোন ধরনের অপ্রাস্ঙ্গিকতা পাওয়া গেলে “আমার পায়রা” কর্তৃপক্ষ ঐ বিজ্ঞাপন স্থগিত বা বাতিল করার ক্ষমতা সংরক্ষন করেন। যদি বিজ্ঞাপনদাতা বা ব্যবহারকারীর কোন বিষয়বস্তু প্রচলিত আইন লঙ্ঘন করে তাহলে যথাযথ কর্তৃপক্ষকে সহযোগিতা করার অধিকার “আমার পায়রা” কর্তৃপক্ষ সংরক্ষন করেন এছাড়াও “আমার পায়রা” ওয়েবসাইটের বিজ্ঞাপনদাতা এবং ব্যবহারকারীদের আই পি এড্রেস “আমার পায়রা” কর্তৃপক্ষ সংরক্ষন করার অধিকার রাখেন। “আমার পায়রা” কর্তৃপক্ষ ওয়েবসাইটের যে কোন নীিিতমালা পরিবর্তন, পরিবর্ধন, সংযোজন ও বিয়োজন করার ক্ষমতা রাখেন। যে কোন ধরনের কারন দর্শানো ব্যতিরেকে “আমার পায়রা” কর্তৃপক্ষ বিজ্ঞাপনের একটি নির্দিষ্ট সময় অতিবাহিত হবার পর অথবা যে কোন মুহূর্তে বিজ্ঞাপন বাতিল করা অথবা যে কোন কারন বশত বিজ্ঞাপনদাতার একাউন্ট বাতিল বা স্থগিত করার ক্ষমতা রাখেন। উক্ত বিষয়াদি সর্ম্পকে “আমার পায়রা” ওয়েবসাইট ব্যবহারকারী ও বিজ্ঞাপনদাতাদের কোন ধরনের আপত্তি নেই বলে “আমার পায়রা” কর্তৃপক্ষকে নিশ্চয়তা প্রদান করেন
একাউন্ট তৈরী করার সময় বিজ্ঞাপনদাতা বা ব্যবহারকারীকে একটি কার্য়কর ইমেইল ঠিাকানা দিতে হয়। এ ইমেইল আই ডি এবং মোবাইল নাম্বার আমার পায়রা কর্তৃপক্ষ যথেষ্ট গোপনীয়ভাবে রাখেন এগুলো অন্য কারোর সাথে আদান- প্রদান করা হয় না। যদি কোন বিজ্ঞাপনদাতা বা ব্যবহারকারী তাদের ব্যক্তিগত ইমেইল বা মোবাইল নাম্বার বা অন্য যে কোন কিছু শেয়ারের ফলে কোন ক্ষতির সম্মুখীন হন তাহলে এর দায়ভার সম্পূর্ণভাবে বিজ্ঞাপনদাতা বা ব্যবহারকারীর, এক্ষেত্রে “আমার পায়রা” কর্তৃপক্ষ সম্পূর্ণ দায়মুক্ত থাকবে।
বিজ্ঞাপনদাতা কোন পণ্য বিক্রয় এবং ক্রেতা “আমার পায়রা” ওয়েবসাইট থেকে কোন পন্য ক্রয় করার ক্ষেত্রে নি¤েœাক্ত শর্ত সমূহ সম্পর্কে অবগত হবার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে।
১. পণ্য ক্রয়-বিক্রয়ের জন্য যে কোন ধরনের আর্থিক লেন-দেনের দায়ভার “আমার পায়রা” কর্তৃপক্ষ গ্রহণ করবে না। এ বিষয়ে “আমার পায়রা” কর্তৃপক্ষ সম্পূর্ণ দায়মুক্ত থাকবে।
২. তৃতীয় পক্ষের দ্বারা কোন ধরনের ক্ষতির সম্মুখীন হলে “আমার পায়রা” কর্তৃপক্ষ কোনরূপ দায়ভার গ্রহন করবে না।
৩. ক্রেতা কর্তৃক অর্ডারকৃত পণ্য, বিজ্ঞাপনদাতা ডেলিভারী না করলে এর দায়ভার সম্পূণরূপে বিজ্ঞাপনদাতা এবং ক্রেতার উপর বর্তাবে। এক্ষত্রে “আমার পায়রা” কর্তৃপক্ষ সম্পূর্ণ দায়মুক্ত থাকবে।
৪. “আমার পায়রা” কর্তৃপক্ষ পন্য ডেলিভারির কোন রকম দ্বায়িত্ব গ্রহন অথবা কোনরূপ ডেলিভারি চার্জ গ্রহণ অথবা কোন আর্থিক লেন-দেন করেন না, তাই কারোর দ্বারা এ বিষয়ে কোনরূপ প্রতারিত হলে এর দায়ভার “আমার পায়রা” কর্তৃপক্ষ গ্রহণ করবে না।
৫. অর্ডারকৃত পণ্যের গুণগত মান বিজ্ঞাপনের বর্ণনার সাথে মিল না থাকলে অথবা পন্য খারাপ হলে অথবা ডেলিভারির সময় পণ্যের কোনরূপ ক্ষতি হলে অথবা বিজ্ঞাপনদাতা ডেলিভারি না করলে এর দায়ভার “আমার পায়রা” কর্তৃপক্ষ গ্রহণ করবে না।
৬. “আমার পায়রা” ওয়েবসাইটের সুনামের খাতিরে বিজ্ঞাপনদাতা এবং ব্যবহারকারী ওয়েবসাইট ব্যবহার করার ক্ষেত্রে সততা, স্বচ্ছতা ও শালীনতা বজায় রাখবে বলে “আমার পায়রা” কর্তপক্ষের কাছে এ বিষয়ে নিশ্চয়তা প্রদান করেন। উল্লেখ্য উপরোক্ত সকল শর্তাবলী প্রতিপালন করা আমার পায়রা ওয়েবসাইট ব্যবহারকারী সকল ব্যক্তির জন্য বাধ্যতামূলক।